অন্যান্য

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর ফ্যামিলি ডে উদযাপন

ঝাঁকঝমক ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের ফ্যামিলি ডে উদযাপিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার বিকাল থেকে ভালুকা উপজেলার ভরাডুবায় অবস্থিত পুলিশ লাইন্স এ অনুষ্ঠানটি উদযাপিত হয়। এ উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মাহমুদ বিভিন্ন সুধীজনকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানসূচির অংশ হিসেবে অতিথিগণের অভ্যর্থনা, ভলিবল ফাইনাল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করেন। এ ছাড়াও নৈশভোজসহ ফ্যামিলি ডে উপলক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়। সামগ্রিক অনুষ্ঠান ম্যানেজমেন্টের ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( পিপিএম) ফখরুজ্জামান জুয়েল।
ফ্যামিলি ডে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহের উপ-মহাপরিদর্শক আহমাদ মাসুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সেক্রেটারি তফাজ্জল হোসেন, ভালুকা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, পাইওনিয়ার বিডি নীটওয়ারস লি. ডিজিএমসহ বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকেন।