ময়মনসিংহে নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান;১ লক্ষ টাকা জরিমানা
আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুরে নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ৫মার্চ (মঙ্গলবার) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্তৃক প্রদত্ত গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, এনএস আই, বাংলাদেশ পুলিশ এবং বিএসটিআই এর সহযোগিতায় উপজেলার কলতাপাড়া সংলগ্ন রুপনাকান্দায় গ্রামে নকল জুস কারখানার এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় কারখানার মালিক দুলাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয় এবং তাকে ১০০০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারখানা সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
নকল জুস কারখানায় বিভিন্ন নামিদামি ব্রান্ডের শিশু খাদ্য নকল ম্যাংগো জুস ও ড্রিংকো জুসের উৎপাদন করা হয়। এ সময় জুস তৈরির যন্ত্রপাতি, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যাদিসহ বিপুল পরিমাণ প্যাকটজাতকৃত (ফ্রুটো ম্যাংগো, ডিংডং লিচি, ফ্রুটি ও ড্রিংকো জুস) নকল জুস জব্দ করে বুলডোজার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।