অবৈধ ইটভাটায় অভিযান; চিমনি ধ্বংস
নকলা প্রতিনিধি:শেরপুর জেলার নকলা উপজেলার ছাতুগাঁও এলাকায় মেসার্স সেভেনস্টার ব্রিকস এবং রুনিগাঁও এলাকায় মেসার্স চমক ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটায় ১৬ মার্চ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ইটভাটাগুলোর চিমনি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ইট প্রস্তুত ও বিক্রয় করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং এতে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশের জন্য ক্ষতিকর অননুমোদিত ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, নিয়মবহির্ভূত ইটভাটা বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।