ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ২৬শে মার্চ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধবনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান, ভবন, দোকন পাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক ও ইটনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনোয়ার হোসেন উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর পর অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইটনা উপজেলা পরিষদে অবস্থিত স্বাগতম হাওড় তনয়া ও ও খড়াব ওঃহধ দুটি মোড়াল উন্মোচন করা হয়। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা দেওয়া হয়। বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো সহ বিভিন্ন বক্তাগণ স্বাধীনতা দিবসের তৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন ইটনা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা, ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, ইটনা উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, ইটনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা শাহীন আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ|
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ইটনার আয়োজনে কুরআন খতম ও স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার মোঃ একিন আলী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।