জাতীয়

উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ উৎসব মুখর পরিবেশে শনিবার (৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, কলা, ডাব, আম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নেন।

ময়মনসিংহ সদর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচাঁরীঘাট, গোদারাঘাট, ইসকন মন্দির সংলগ্ন ঘাট, বেগুনবাড়ী ঘাট, জেলখানা বালুরঘাট, কালিবাড়ী ঘাট ও কালিরবাজার (ফাতেমানগর) এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় অষ্টমী পুণ্যস্নানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল নামে। প্রতিটি ঘাটেই ছিল মানুষের উপচে পড়া ভীড়। প্রতি বছরই এই পুরনো ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব অনুষ্ঠিত হয়।

পাপমোচনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা পালন করে পূজাঁ পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচাঁর অনুষ্ঠান। ঠাকুর, পুরুহিতরা এই আচার অনুষ্ঠান পালনে সহযোগিতা করেন। এছাড়াও পুণ্যস্নানের পাশাপাশি পুণ্যার্থীরা দেশ ও দেশের সকল জনগনের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করেন। প্রার্থনা করেন দেশে সব সময় শান্তিপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্বপ্রীতি বজায় রেখে হিংসা বিদ্বেষ ভুলে সব সম্প্রদায়ের লোক একত্রে শান্তিতে বসবাস করতে পারেন। ধর্মীয় বিশ্বাস আর অনুভ’তি থেকে প্রতি বছরেই পাপমোচনের জন্যে এখানে স্নান করতে আসেন পুন্যার্থীরা।

চৈত্রমাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে গঙ্গা এই ব্রহ্মপুত্রে আসেন, এই সময়েই পুণ্যার্থীরাও পাপ মোচন ও কল্যানের জন্যে স্নান করতে এই ব্রহ্মপুত্র নদে আসেন। অষ্টমী উপলক্ষ্যে দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গন, দুর্গাবাড়ি সড়ক ও স্বদেশী বাজার সড়কে মেলা বসেছে। এছাড়াও গতকাল নগরীর দুর্গাবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজা। পূজার পুরোহিত ছিলেন শ্রী বেনু ধর ভট্টাচার্য। পূজান্তে মায়ের পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন পূজারীবৃন্দ। এদিকে অষ্টমী স্নানোৎসবে ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ অষ্টমীর স্নান ঘাট সমূহ পরিদর্শন করেন এবং সার্বক্ষণিক খোঁজ খবর নেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ সার্বক্ষণিক অষ্টমী স্নানোৎসবে আগত সকল পূর্ণার্থীদের সহযোগিতা প্রদান করেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন ইসকন সারদাফোরাম এবং ব্রক্ষ্মপুত্র সমবায় সমিতির নেতৃবৃন্দসহ ব্যক্তি উদ্যোগেও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া ময়মনসিংহ জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ ঘাট পরিদর্শন করেন। অষ্টমী স্নানকে কেন্দ্র করে কালীবাড়ি মন্দির,দূর্গাবাড়ি মন্দিরসহ আশপাশের এলাকায় বসেছে অষ্টমী মেলা। মেলায় নানা ধরনের হস্ত ও কুটিরশিল্প, প্রসাধনী, খাবারসহ নানা সামগ্রী বিক্রি করার জন্য দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। মেলা প্রাঙ্গণে ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সকলের সর্বাত্মক সহযোগিতায় অষ্টমী স্নানোৎসব ২০২৫ সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হয়।