আন্তর্জাতিক

ভাইরাসের উত্স নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র: চীন

সিআরআই:  সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কতিপয় ব্যক্তি  কোভিড-১৯ ভাইরাস চীনের একটি পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়ার গুজব ছড়িয়েছে।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন।

তিনি বলেন, চীন সবসময় মনে করে যে, ভাইরাসের উত্স অনুসন্ধান একটি বৈজ্ঞানিক ব্যাপার এবং তার রাজনীতিকরণ উচিত নয়।

তিনি বলেন,  যুক্তরাষ্ট্র ভাইরাসের উত্স অনুসন্ধানের রাজনীতিকরণ করছে, তা আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণাকে নষ্ট করছে। তাদের এহেন কর্মকাণ্ড মহামারি মোকাবিলা ও ত্রাণ কাজকে বাধাগ্রস্ত করছে।  “আমাদের মতে উত্স অনুসন্ধানে গোয়েন্দা কর্মীদের কাজ নয়, বরং বিজ্ঞানীদের উপর নির্ভর করতে হবে,” তিনি যোগ করেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৭ জন বিশেষজ্ঞ চীনের উহান সফর করেন। প্রায় এক মাসের মতো পরিদর্শন শেষে তাঁরা একটি প্রতিবেদন প্রকাশ করেন।

তাতে বলা হয় যে, চীনা পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। প্রামাণিক, আনুষ্ঠানিক ও বৈজ্ঞানিক উপসংহার অবহেলা করে যুক্তরাষ্ট্র বার বার উহানের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার মিথ্যাচারে ব্যস্ত। তারা সত্য বা বিজ্ঞানের পরোয়া করে না, কেবল রাজীতি করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *