অন্যান্যঅর্থনীতিআন্তর্জাতিকজাতীয়রাজনীতিশিক্ষা ও সংস্কৃতি

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে ; সেনাপ্রধান

অনলাইন ডেক্স: অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সোমবার (৫ আগস্ট)  বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান এবং শান্ত থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি জানান, দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে জামায়াতের আমীর,বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব, আসিফ নজরুল, জুনায়েদ সাকিসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। পুলিশ আর কোন গুলিও ছুঁড়বে না বলে জানান তিনি।