অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় জরিমানা
শহর প্রতিনিধি ঃ ময়মনসিংহ নগরীর গাঙিনার পাড় এলাকায় বিক্রমপুর মিস্টান্ন ভান্ডারে মোবাইল কোর্ট পরিচালনা করে আজ ২৯ মে দোকান মালিককে ১৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করে জরিমানার টাকা আদায় করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: এরশাদুল আহমেদ।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় দোকানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিস্টান্ন দ্রব্য প্রস্তুত ও সেগুলো সংরক্ষিত হচ্ছে। বহুদিনের পুরোনো বাসি- পচা মিস্টি ও টকদই একটি অকার্যকর ফ্রিজে রাখা ছিলো যেখানে ঢাকনা হিসেবে ব্যবহৃত হচ্ছিল অতি পুরোনো মরিচা ধরা স্টিলের পাত। টকদইতে পোকামাকড় ও মরিচাধরা পানি পড়ে সেগুলো খাওয়ার অযোগ্য হয়ে গিয়েছিলো। কারখানাটির বিভিন্ন যায়গায় ময়লার স্তুপ ছড়াচ্ছিল বিকট দুর্গন্ধ । এ সময়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিপুল পরিমান পচা, বাসি দই ও মিস্টিদ্রব্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।
অতি সত্ত্বর দোকানের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়।