জাতীয়

আজকের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সাবেক ইউপি চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে মানববন্ধন

নান্দাইল প্রতিনিধি: দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যানের কৌশলী হয়ে প্রভাব খাটিয়ে তার পক্ষে মানববন্ধন করতে বাধ্য করেছে এলাকাবাসীকে। গ্রাম্য প্রবাদে আছে যে, “শাক দিয়ে মাছ ঢাকা ”। তিনি সেই চেষ্টাই করেছেন।

ময়মনসিংহের নান্দাইলের রুকন উদ্দিন নামের সাবেক ইউপি চেয়ারম্যান তিনি। তাঁর বিরুদ্ধে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সংখ্যালঘু পরিবারের জায়গায় টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে একই ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত শৈলেশ চন্দ্র পালের পুত্র সুমন চন্দ্র পাল সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অভিযোগটি দায়ের করেন। গত ১৯ এপ্রিল দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হন সাবেক ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন।

উক্ত প্রকাশিত সংবাদের দায় এড়াতে বুধবার (২৩ এপ্রিল) কালীগঞ্জ বাজারে প্রভাব খাটিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সংবাদ সম্মেলনে বাজারের হিন্দু সম্প্রদায়ের লোক সহ স্থানীয় লোকদের অংশ গ্রহন করতে দেখা গেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বাজারটিতে বেশি অংশ জায়গা ওই চেয়ারম্যান ও তাঁর লোকজনের, ফলে মানবন্ধনে না আসলে চেয়ারম্যান রাগ হবেন বলে তারা এসেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ বাজারে সুমন চন্দ্র পাল ও তাঁর জ্যাঠাতো ভাই বিজয় চন্দ্র পাল তাঁদের পৈত্রিক সম্পত্তিতে পজিশন অনুযায়ী দীর্ঘদিন যাবত দোকানপাট তৈরী করে ভোগ দখল করে আসছে। পাশেই ওই ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের একটি দ্বিতল ভবন থাকার সুবাদে দুই সপ্তাহ পূর্বে তিনি কাউকে না জানিয়ে সুমন চন্দ্র পালের দোকানের পিছনে লম্বালম্বিভাবে নতুন টিনের বেড়া দিয়েছেন। সরজমিনে পাকা ভবনের পিছনে ৩/৪ ফুট দূরত্বে একটি নতুন টিনের বেড়া পাওয়া গেছে। যা পজিশন অনুযায়ী সকলের নিকট দৃষ্টিকটু।

অভিযোগকারী সুমন চন্দ্র পাল জানান, চেয়ারম্যানের জায়গা হলে তিনি আইনের আশ্রয় নিতে পারতেন। জোরপূর্বক জায়গা দখলে নেওয়ার চেষ্টা করতেন না। অবৈধ দখলকারীর হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সুমন চন্দ্র পাল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান জানান, উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আসার জন্য নোটিশ করা হবে।