আহবায়ক কমিটি বহাল রেখেই কৃষক দলের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা শাখার আহবায়ক কমিটি বহাল রেখে অবৈধভাবে পকেট কমিটি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহবায়ক কমিটির নেতাকর্মীরা।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বহাল কমিটির আহবায়ক খাইরুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন -জিনারী ইউনিয়নের কৃষক দলের সভাপতি – আউয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, গোবিন্দ পুর ইউনিয়নের সভাপতি আ: রউব তালুকদার, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, আড়াইবাড়িয়া ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক সুমন প্রমুখ।