অন্যান্যজাতীয়

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে এক জনের কারাদন্ড

জামালপুর প্রতিনিধি:জামালপুরে ইসলামপুর সদরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টে একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে ইসলামপুর সদর ইউনিয়নের পাঁচ বাড়িয়া গাইমারী ব্রীজের পশ্চিমে আলাই নদের তীরে একটি গোরস্থানের পাশে বেকু মেশিনে অবৈধ খনন করে মাটি বিক্রি করছিল ভূমি দস্যু সিন্ডিকেট। এতে নদীর তীর, ফসল জমি ও গোরস্থান ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় স্হানীয় সচেতন এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট অবৈধ মাটি বিক্রি কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার দাবী জানান। পরে বুধবার (৮জানুয়ারি) বিকালে ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থল ইসলামপুর সদর ইউনিয়নের আলাই ব্রিজের পশ্চিম পাশে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজোয়ান ইফতেকার।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারা অনুযায়ী রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং এক্সকেভেটর মেশিনের ব্যাটারী জব্দ করা হয়। আটককৃত রফিকুল ইসলাম পচাবহলা গ্রামের মৃত রহিম সরকারের ছেলে।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।