অন্যান্য

ঈদে ঘরমুখো মানুষের সেবায় ময়মনসিংহে র‍্যাব সাপোর্ট সেন্টার উদ্বোধন

শহর প্রতিনিধি ঃ ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও সেবায় ময়মনসিংহ শহর ও ঢাকা বাইপাস মোড়ে শিকারিকান্দায় র‍্যাব-১৪ এর সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। আজ সকালে ময়মনসিংহস্থ দীঘারকান্দা বাইপাস মোড়ে র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান র‍্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন। মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই প্রতিরোধে ২৪ ঘন্টা এখানে কাজ করবে র‍্যাব সদস্যরা। এছাড়াও অসুস্থ হয়ে পরা যাত্রীদের জন্য মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স, রোজাদারসহ তৃষ্ণার্তদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও হয়রানি প্রতিরোধে অভিযোগ কেন্দ্র, ঘরমুখো যাত্রীরা যাতে কোনোরূপ সমস্যায় না পরে সেজন্য কোন যান বিকল বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক র‍্যাবের কারিগরি টিম দ্বারা মেরামত করা হবে বলেও জানান র‍্যাবের অধিনায়ক। এতে যানজট হ্রাস পাবে। এসময় র‍্যাব-১৪ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *