অন্যান্যজাতীয়রাজনীতিশিক্ষা ও সংস্কৃতি

এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ছাত্র হত্যা ও গণ আটকের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবি ধাপে ধাপে এক দফায় এসে গেছে।

পূর্বঘোষিত ‘অসহযোগ আন্দোলনের’ অংশ হিসেবে রবিবার (৪ আগষ্ট) সকাল ১০টায় স্কুল-কলেজে পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা নিজ-নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একত্রিত হয়ে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে মিলিত হয়। পরবর্তীতে চন্ডীপাশা স্কুলের মাঠ থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করে।

মিছিলটি ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে নান্দাইল ব্রিজ বাস স্ট্যান্ড হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় চন্ডীপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।