এমভি আল-বাখেরা জাহাজের শ্রমিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ;
চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এমভি আল-বাখেরা জাহাজের শ্রমিকদের গলাকেটে নির্মমভাবে হত্যায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া এক যুক্ত বিবৃতিতে শ্রমিক হত্যার ঘটনায় হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। নেতৃবৃন্দ এ ঘটনায় দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করে বলেন, কর্মক্ষেত্রের নিরাপত্তার জন্য নৌ-শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এ আন্দোলনে বাধ্য হয়ে এদেশের প্রতিটি সরকার বার বার আশ্বাস দিলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয় নি। নেতৃদ্বয় বলেন, দেশের পণ্য আমদানি-রফতানি সরবরাহ নিশ্চিত করে এসব নৌ- শ্রমিকরা। অথচ এসব শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা রাষ্ট্রের চরম ব্যর্থতার বর্হিপ্রকাশ।
শুধু নৌ-শ্রমিকরা নয়, সকল সেক্টরের শ্রমিকরা কর্মক্ষেত্রে অনিরাপদ। এ প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, গার্মেন্টস শ্রমিকরা যখন মজুরি বৃদ্ধির আন্দোলন করে তখন রাষ্ট্রের পুলিশ ও সেনাবাহিনী নির্মভাবে গুলি করে শ্রমিক হত্যা করে। কিন্তু এসব রাষ্ট্রীয় বাহিনী নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।
জীবনের নিরাপত্তা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করাসহ এমভি জাহাজের শ্রমিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে নৌ-যান ফেডারেশনের আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করে সকল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল সেক্টরের শ্রমিকদের অংশগ্রহণের আহবান জানান নেতৃদ্বয়।
প্রেস বিজ্ঞপ্তি