গফরগাঁওয়ে যুবদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার রসুলপুর চৌরাস্তায় সামনে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের চিকিৎসার জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ- সভাপতি মাহিবুর রহমান নাসিম।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ- সমবায় বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ- কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সজীব, দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক, গফরগাঁও উপজেলা যুবদল সুশান খন্দকার ও গফরগাঁও পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল আলম পাপ্পু উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কার্যক্রমের মধ্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত গ্রুপিং করাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হয়।