গৌরীপুরে বিজয় উৎসব শোভাযাত্রা
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান বিজয় দিবস ও গৌরীপুর মুক্ত দিবস উপলক্ষ্যে রোববার (৮ ডিসেম্বর/২০২৪) বিজয় উৎসব উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা বের করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শাহিন, বিএনপি নেতা একদিল হোসেন, যুবদল নেতা এম এ বাশার ঝুলন, তাজিজুল ইসলাম রাঙ্গা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি কলেজ স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহাম্মেদ নাজিম, স্বজন সাইফ আহমেদ, এহসানুল হক জারিফ প্রমুখ।###