ছাগলনাইয়ায় এনডিএফ’র ত্রাণ ও চিকিৎসা ক্যাম্প
গতকাল (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট -এনডিএফ’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যাদুর্গত ছাগলনাইয়া উপজেলার পুর্ববাতানিয়া বন্যা আশ্রয় কেন্দ্রে চিকিৎসা শিবির এবং বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা শিবির পরিচালনা করেন এনডিএফ’র সভাপতি ব্রিগে. জেনা. (অব) ডা. এম জাহাঙ্গীর হোসেন। তাঁকে সহযোগিতা করেন ডা. দিদারুল আলম, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, নুরউদ্দিন। চিকিৎসা শিবিরের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক শাহজাহান কবির এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় নেতা রহমত আলী ও মোহাম্মদ আলী। চিকিৎসা শিবির থেকে শতাধিক রোগী চিকিৎসা ও ঔষধপত্র গ্রহণ করেন। আজ সকাল ১০ টা থেকে পুনরায় চিকিৎসা ও ঔষধ বিতরণের কার্যক্রম শুরু হওয়ার কর্মসূচি রয়েছে।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা প্রসঙ্গে ডা. এম জাহাঙ্গীর হোসাইন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্দোলন করছি। সাম্রাজ্যবাদের দালাল বিগত আওয়ামিলীগ সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সাথে বিভিন্ন অসম চুক্তি করেছে। অভিন্ন ৫৪ টি নদীর পানি ব্যবস্থাপনা সম্পর্কে বিগত কোন সরকারই কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করে নি। ফলে এর খেসারত জনগণকে দিতে হচ্ছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, এখনও পর্যন্ত সরকারের কর্মকান্ডে জনগণের স্বার্থের বিষয়টি দৃশ্যমান হয় নি। ফেনী, নোয়াখালীসহ বৃহত্তর উত্তর-দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের যে অফুরন্ত ক্ষয়ক্ষতি হয়েছে, সে প্রেক্ষিতে সরকারের সমন্বিত উদ্যোগের দৃশ্যমান ঘাটতি রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বেসরকারিভাবে ত্রাণ দিতে এসে অনেক স্বেচ্ছাসেবী কর্মিরা হয়রানির মধ্যে পড়েছেন। অনেক ত্রাণের গাড়ি মাঝ রাস্তায় ডাকাতি ও ছিনতাইয়ের শিকার হয়েছে। সরকার বেসরকারি উদ্যোগগুলোকে যথাযথভাবে নিরাপত্তা দিতে পারে নি। জাহাঙ্গীর হোসাইন বলেন, জনগণের জানমাল নিরাপত্তা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার বিকল্প নেই।