জাতীয়

জন্ম নিবন্ধন ও সর্বোচ্চ মৃত্যু নিবন্ধন ক্যাটাগরিতে সেরা পুরস্কার পাচ্ছে ত্রিশালের কানিহারী ইউপি

ত্রিশাল প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সার্বিক তত্ত্বাবধান ও নিয়মিত কার্যক্রম তদারকির ফলে এ বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় ০-১ বছরের মধ্যে শতকরা হারে জন্ম নিবন্ধন ও সর্বোচ্চ মৃত্যু নিবন্ধন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দেশসেরা ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আজিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ স্বীকৃতির তথ্য নিশ্চিত করা করে বলা হয় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য জাতীয় পর্যায়ে দেশ সেরা শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ’।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইল অডিটরিয়ামে আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে ৬ অক্টোবর (রবিবার)। তবে ০-১ বছরের মধ্যে শতকরা হারে জন্ম নিবন্ধন ও সর্বোচ্চ মৃত্যু নিবন্ধন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ।

ওই সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যেই ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, যেকোন পুরস্কার অত্যন্ত গর্বের ও আনন্দের। সত্যিই আমরা অনেক অনুপ্রাণিত। এ কাজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ অন্যান্য সকল সেবা যেন সঠিকভাবে জনগনের কাছে পৌছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যাক্ত করে সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ত্রিশাল উপজেলার সকল ইউনিয়ন বিশেষ করে কানিহারী ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করছে। মূলত এ কাজে শ্রম দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই ত্রিশাল উপজেলায় যেকোনো কাজের মান আরো ভালো হোক। আমি তার ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।