জলঢাকায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারী শিক্ষকদের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় জিরো পয়েন্ট মোড়েে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের উদ্দ্যোগে ঘন্টা ব্যাপি মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাওড়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফয়সাল হাসান শাহ, নাহিদ সারোয়ার, মোঃ রেদোয়ান চৌধুরী, শেখ সাদী, ফেরদৌসী আক্তার, মাহফুজার রহমান, গোলাম আজম, সাইয়্যেদাতুন নেছা, শ্যামলী বেগম, গোলাম মাওলান, মহিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা ১০ গ্রেড বাস্তবায়নের দাবী জানান। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সংগঠন কার্যালয় গিয়ে শেষ হয়।