জামালপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জামালপুর প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জামালপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদক, মোবাইল আসক্তি ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা তরুণদের শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধন করে। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের যদি পরিবর্তন করতে পারে তবে দেশ ও পৃথিবী বদলে দিতে পারবে। টুর্নামেন্টের প্রথম দিনে আলাদাভাবে জামালপুর পৌরসভা বনাম সরিষাবাড়ী উপজেলা অনুর্ধ ১৭ বালক ও বালিকা এবং জামালপুর সদর উপজেলা বনাম মেলান্দহ উপজেলা অনুর্ধ ১৭ বালক ও বালিকা দলের মধ্যে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে জামালপুর পৌরসভা বালক দল টাইব্রেকারে ৩-১ গোলে সরিষাবাড়ী উপজেলা বালক দলকে পরাজিত করে।