ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে আদিবাসী নারীর মৃত্যু
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে শ্রী অষ্ট মনি কোচ(৫০) নামে এক আদিবাসী গৃহবধুর মৃত্যু হয়েছে। ২৩ এপ্রিল শনিবার সকাল পৌনে ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শ্রী অষ্ট মনি কোচ ওই গ্রামের শ্রী মাখন চন্দ্র কোচ এর স্ত্রী। মাখন চন্দ্র কোচ পেশায় একজন চৌকিদার।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে,শনিবার সকাল পৌনে ৯ ঘটিকার দিকে শ্রী অষ্ট মনি কোচ তাহার নিজ বাড়ীতে বসত ঘর হইতে গোয়াল ঘরে কাপড় শুকানোর জন্য জিআই তারে ভিজা কাপড় ছড়ানোর সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে মারাক্তক ভাবে আহত হয়। পরে তাহার স্বজনরা দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।