অন্যান্য

ডেঙ্গু প্রতিরোধে মসিকের সচেতনতামূলক প্রচারাভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। সোমবার বেলা ১১ টায় নগর ভবন এলাকার রাস্তায় পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সচেতনতামূলক এ প্রচারাভিযান ডেঙ্গু মৌসুমব্যাপী চলমান থাকবে। সিটি কর্পোরেশনের ২০ জন কর্মী নগরবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত লিফলেট ও সচেতনতার বার্তা পৌঁছে দেবেন। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং কার্যক্রম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা কার্যক্রম চলমান থাকবে বলে জানান মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।

এ সময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। ব্যক্তিগতভাবে সচেতন হয়ে নিজের বাসাবাড়ি এবং বাড়ির আশেপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় পরিষ্কার রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ব্যবহৃত জিনিসপত্র যেমন- খোলা পানির ট্যাংক, ফুলের টব ইত্যাদিতে তিন দিনের বেশি পানি না জমে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। সকল মাধ্যমে প্রচারণার মাধ্যমে জনগণের কাছে সচেতনার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সকলের সহযোগিতা পেলে অন্যান্য বারের মত এবারও ময়মনসিংহ সিটিকে আমরা ডেঙ্গুমুক্ত রাখতে পারবো বলে আশা করি।

এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *