অন্যান্যরাজনীতি

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে “রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার জন্য রাজনৈতিক দলগুলোর মতাদর্শগত দৃষ্টিভঙ্গির পার্থক্য, ক্ষমতাসীন হওয়া, স্বেচ্ছাচারীতায় গা ভাসানোসহ নানাবিধ চ্যালেঞ্জ বিদ্যমান। তবে রাজনৈতিক দলগুলোর ক্ষমতাসীন মনোভাব দূর করা,পরষ্পর সম্মানবোধসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনমানুষের কথা চিন্তা করে দেশের নানা সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হলে রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকতে পারে বলে মতামত ব্যক্ত করেছেন রাজনৈতিক দলগুলোতে থাকা নেতৃবৃন্দ।

ময়মনসিংহে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বিস্পেস প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ এর আয়োজনে ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী ময়মনসিংহ নগরীর গ্রীণ পয়েন্ট নামক একটি কনভেনশন হলে ” রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন ” বিষয়ক স্মারকলিপি উপস্থাপন ও অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দসহ সিভিল সোসাইটি এবং সাংবাদিকদের কার্যকর উপস্থিতিতে এক প্রশিক্ষণ কর্মশালা ও রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা এবং
সিনিয়র নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ-এর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক,পলিটিক্যাল ফেলো সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও বিএনপির ফেলো এমএএফ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিউনাল ম্যানেজার
নার্গিস আক্তার, রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ.কে.এম মাহবুবুল আলম।

রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন ” বিষয়ক গোলটেবিল মতবিনিময় সভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পলিটিকাল ফেলো, মাস্টার ট্রেইনার সহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা ও মহানগর
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ, সামাজিক -সাংস্কৃতিক -স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে রাজনৈতিক সম্প্রীতির উন্নয়নের লক্ষ্যে বিকেলে ময়মনসিংহে কমিউনিটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা শারমীন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আরজুনা কবীর, জেলা পরিষদ সদস্য মীর সালমা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা রহিম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশেদা তাহমিনা প্রীতি, ময়ময়সিংহ দক্ষিন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, পারভীন উত্তর জেলা মহিলা দলের আহবায়ক তানজিন চৌধুরী লিলি, কাজী আজাদ জাহান শামীম,জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদুল হুদা, অধ্যাপক জহিরুল ইসলাম জামাল, অধ্যক্ষ নূরজাহান পারভীন, অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, নূরজাহান মিতু, স্মৃতি আক্তার, ফারিয়া তাসনিম তিথি,ক্যাবের সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, শরীফ উদ্দিন, সংস্কৃতিজন দীপশিখা খান, আবৃত্তিশিল্পী আফরিন লামিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *