অন্যান্যঅর্থনীতিজাতীয়শিক্ষা ও সংস্কৃতি

ত্রিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

ত্রিশাল প্রতিনিধি: প্রায় তিন বছর যাবত কোন প্রকার ভাতা না পাওয়া, ইউপি সদস্যদের মতামত ছাড়াই একক সিদ্ধান্তে সকল কার্যক্রম করণ, ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগসহ অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজন প্রীতি ও অবমূল্যায়নের অভিযোগ এনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের ৯জন সদস্য অনাস্থা প্রদান করেছেন। একই সাথে গত প্রায় তিন বছরের ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য অপর একটি আবেদনও জমা দিয়েছেন তারা।রবিবার দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অনাস্থা বিষয়ক অভিযোগটি প্রদান করেন নয়জন ইউপি সদস্য।

লিখিত অভিযোগে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগনেতা সভাপতি শামসুদ্দিন গত প্রায় তিন বছর যাবত ইউপি সদস্য কোন ভাতা দেননি। বার বার বলা হলেও বিষয়টি নিয়ে কোন উদ্যোগ নেননি তিনি। জনগণের জন্য বরাদ্ধকৃত সরকারী সুবিধা সদস্যদের মতামত ছাড়াই ইচ্ছেমতো দিয়ে থাকেন। শীল্প এরিয়া হিসেবে পরিচিত ওই ইউনিয়নে কোম্পানীগুলোর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ট্রেড লাইসেন্স দিলেও অল্প টাকা উল্লেখ করে থাকেন। ইউপি সদস্যদের মতামত ছাড়াই সবকিছু করার পরামর্শক হিসেবে ইউপি সচিব নূরুল ইসলামকেও অভিযুক্ত করেন তারা । অনাস্থা প্রদানের লিখিত ও স্বাক্ষরিত কাগজ সূত্র বলছে, ১১নং মোক্ষপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিনের বিভিন্ন অনিয়ম, সেচ্ছাচারিতা, স্বজন প্রীতিসহ অবমূল্যায়নের কারণে স্বেচ্ছায় স্বজ্ঞানে অনাস্থা পত্রে স্বাক্ষর করলাম।

অনাস্থাপত্রে স্বাক্ষরকারীরা হলেন, মোক্ষপুর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মোঃ লাল মিয়া, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ তারা মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ডের সদস্য ছাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ ইদ্রিস আলী, ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফাতেমা খাতুন লাভলী, মোছাঃ মর্জিনা আক্তার ও মোছাঃ রিপা আক্তার।ইউপি সচিব নূরুল ইসলাম বলেন, আমি তিন মাস যাবত মোক্ষপুর ইউনিয়ন পরিষদে যোগদান করেছি। এর পর থেকে তেমন কোন কর্মকান্ড পরিচালিত হয়নি। যা হয়েছে সকলকে নিয়ে করেছি।ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন বলেন, ইউপি আইন অনুযায়ী টেক্সের টাকা থেকে ইউপি সদস্যদের ভাতা প্রদান করতে হয়। টেক্সের টাকা নিয়ম অনুযায়ী উঠাতে না পাড়ায় ভাতা প্রদান করা সম্ভব হয়নি। আমি নিজেও ভাতা পায়নি।