ত্রিশালে দুপ্রকের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ত্রিশাল প্রতিনিধি: ‘এসো সবাই মিলাই হাত – ঘুষ দুর্নীতি নিপাত যাক’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৮ অক্টোবর প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনাসভা উপজেলার আখরাইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পরে শ্রেণী ভিত্তিক হামদ, নাত, কোরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমাতুজ জহুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, আখরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার। এসময় ব্কব্য রাখেন, সিনিয়র শিক্ষক শহিদুল মওলা, নজরুল ইসলাম, মোশারফ হোসেন, সহাকারী শিক্ষক তাজাম্মল হোসেন, শাহজাহান কবীর, শাহানাজ বেগম, শহীদুল ইসলাম, হুমায়ুন কবীর, আবুল হোসেন, প্রমূখ।
বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত শিক্ষা উপকরণ বিতরন করা হয়।