ত্রিশালে শিক্ষক কর্মচারী ফেডারেশনের মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আয়োজনে সদস্য সম্মেলন ও মতবিনিময় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
ত্রিশাল মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ত্রিশাল আব্বাসিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চকরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ একেএম আব্দুল মান্নান, অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, অধ্যক্ষ মোঃ নাজমুল হক, অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান, উপাধক্ষ মোঃ খবির উদ্দিন, পুপার মোঃ আইয়ুব আলী, সুপার মোঃ আব্দুর রাজ্জাক, সুপার মোঃ আতিকুল ইসলাম প্রমূখ।
সভায় অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করলে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সুন্দর রাখার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।