দুর্গাপুরে খুনের হুমকিতে থানায় অভিযোগ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
দুর্গাপুরে খুনের হুমকি ও জান মালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান। শুক্রবার রাতে দুর্গাপুর থানায় এ অভিযোগ করা হয়।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক হাবিবুর রহমান গত বৃহস্পতিবার সকালে স্থানীয় কালা মার্কেট এলাকায় বাজার করতে এলে পুর্ব শত্রুতার জেরে ওই এলাকার মৃত আসন আলীর ছেলে আব্দুল হামিদের নেতৃত্বে আরো ৫/৬ জনের একটি দল তাঁহার উপর দেশীয় ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা করে। এ সময় বাজারে অবস্থানকৃত ওই এলাকার তারা মিয়া, আঃ কালাম, আরশাদ মিয়া ও আঃ আজিজ, হাবিবুর রহমান কে হামলা কারিদের হাত থেকে রক্ষা করেন। হামলাকারিরা যাওয়ার সময় তার উদ্দেশ্যে হুমকি দিয়ে যায় যে, অন্যদিন সুযোগমত পেলে তাকে জানে মেরে ফেলবে। এরই প্রেক্ষিতে হাবিবুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন।
এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।