অন্যান্য

নকলায় যুবদল নেতার পা ভেঙ্গে দেয়ার অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার

শেরপুর প্রতিনিধি :দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নকলা উপজেলার ১ নং গনপদ্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আপন মিয়া ও সদস্য সফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২২ মার্চ রাত এগারোটার সময় নকলা উপজেলা যুবদলের জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়।

নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক সফিউল আলম পলাশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মুরাদুজ্জামান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুদ বলেন যুবদল নেতা শাহীন ইসলামকে চাঁদার জন্য পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ও মাথায় গুরুতর জখম করে আপন ও সফিকুল। দলের ভিতরেও নানা সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে তারা।

জানা যায়, ২২ মার্চ নকলার গনপদ্দিতে একটি রাস্তার কাজ করতে গেলে আপন ও
সফিকুলরা কয়েকজন মিলে কুড়াল দিয়ে কুপিয়ে ও আঘাত করে যুবদল কর্মী শাহীন
ইসলামকে পা ভেঙ্গে দেয় ও মাথায় জখম করে। পরে তাকে প্রথমে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।