নরসুন্দায় প্রাণ ফেরাতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা
আমিনুল হক সাদী: কিশোরগঞ্জে রিভারবাংলার আয়োজনে নরসুন্দায় প্রাণ ফেরাতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় হোটেল শেরাটনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ.লতিফ। বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী করিম উল্লাহ, বাউল শিল্পী কফিল আহমেদ,কবি মেহেরুনেসা, রিভার বাংলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। কবি মুহিবুর রহিমের পরিচালনায় এতে
বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান,সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,দৈনিক সমকালের প্রতিনিধি মস্তফা কামাল,প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু, জেলা বেসসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ।
প্রসংগত কিশোরগঞ্জ শহরের বুক চিরে বয়ে গেছে নরসুন্দা নদী। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে ২০১২ সালে পুনঃখনন ও পুনর্বাসনের বড় প্রকল্প নেওয়া হয়। তবে শতকোটি টাকা ব্যয়ের পরও নদীটির করুণ অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং শহরের অংশে নরসুন্দা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।শহরের বড় বাজারসহ কয়েকটি বাজারের সব ময়লা-আবর্জনা ও জবাই করা পশুর বর্জ্য ফেলা হচ্ছে নদীতে।এর দুর্গন্ধে দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে মানুষকে। নদীপাড় দিয়ে চলতে হলে নাক চেপে ধরে চলাচল করতে হয়। দুর্বিষহ দুর্গন্ধে পেট ফুলে যাওয়ার মতো অবস্থা। তা ছাড়া বাজারের সব ধরনের ময়লার পলিথিন,পচা কাঁচামালসহ জবাই করা পশুর বর্জ্য নদীতে গিয়ে অনেক জায়গায় ভাগাড়ে পরিণত হয়ে পড়েছে। সে ভাগাড়ে কাক-কুকুর ও গরু-ছাগল বিচরণ করছে। তা ছাড়া কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন করে হ্রদে পরিণত করা হয়েছে। কোনো কোনো জায়গায় খননের আগের সময়ের চেয়ে এখনকার অবস্থা আরও করুণ।