নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৪ বস্তা চাল জব্দ
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মার্চ) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুশুল্লি ইউনিয়নের মেরেঙ্গা বাজারের উত্তর পাশের হামিদ ভূঁইয়ার টিনশেড থেকে ১৩৪ বস্তা চাল ও পাটের ১৪০টি খালি বস্তা জব্দ করে। এ ঘটনায় নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লা মির্জা বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫/২৫-ঘ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮।
মামলার আসামীরা হলেন- ডিলার মো.দবির উদ্দিন ভূঁইয়া (৬০),মো.মাজহারুল ইসলাম মাজা (৩৫),মো. জাকির হোসেন(২৮),মো.রোকতন(৩০), মাসুদ মিয়া (৩৫) স্বপন (৪৫) নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে এজহার দায়ের করেন।
নান্দাইল মডেল থানার এজহার সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার রাতে উপজেলার মেরেঙ্গা বাজারের উত্তর পাশে হামিদ ভূঁইয়ার টিনশেডে সরকারী চাল অসাধু ব্যবসায়ীরা মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা চাল রেখে পালিয়ে যান। এসময় পুলিশ দুটি টিনশেডের ঘর থেকে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” খাদ্য অধিদপ্তরের বস্তাসহ ১৩৪ বস্তা (৪৭৬০ কেজি) খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করে। যার আনুমানিক মূল্য- ২,৩৮,০০০ টাকা। মুশুল্লি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মো. দবির উদ্দিন ভূঁইয়া কে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে সরকারি ১৩৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
চাল জব্দের ঘটনার সত্যতা স্বীকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন- এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাল চুরির সাথে যারা জড়িত তাদের কে আইনের আওতায় আনা হবে।