নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন
শামছ ই তাবরীজ রায়হান:
ময়মনসিংহের নান্দাইল বুধবার ৯ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজ নে, উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর।
কৃষি অফিসার আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৫৪ ময়মনসিংহ ০৯ নান্দাইল আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমিএটি এম আরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজহারুল হক ফকির , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,বীর মুক্তিযুদ্ধা আব্দল কাদির, মুক্তিযোদ্ধার সন্তান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, নান্দাইল যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত)ওবায়দুর রহমান।