অন্যান্য

পূর্বধলায় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ হাসানুজ্জামান রাফি

শাখাওয়াত শিমুলঃ নেত্রকোণার পূর্বধলায় আজ সোমবার উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ক্রীড়া ব্যাক্তিত্ব সৈয়দ হাসানুজ্জামান রাফি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দেওটুকুন আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার পেয়েছেন ২৭ ভোট। মোট ৭১টি ভোটের মধ্যে ৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পূর্বধলা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল সীটে এই তথ্য জানা গেছে।

এর আগে প্রায় একযুগ পর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফসীল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম। এতে সাধারন সম্পাদক ব্যতীত বাকী ১৩টি পদে একাধিক কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে উপজেলার মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহাব, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ক্রীড়ানুরাগী মো: রুবেল হোসেন, যুগ্ম সম্পাদক পদে এসি ক্লাবের সভাপতি মো: আবু সোয়াইব হাসান, শরীফ একাদশের সভাপতি মো: আজিজুল বারী শরীফ, কোষাধ্যক্ষ পদে ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একলাছ মিয়া, নির্বাহী সদস্য নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছ উদ্দিন, বৈশাখী ছাত্র সংঘের সভাপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: আলমগীর বাশার সুমন, নিউ স্টার ক্লাবের সভাপতি মো: ফারুখ মিয়া, রৌশনারা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি আবুল ফাতাহ তালহা, রেনেসাঁ ক্লাবের সভাপতি এসএম. শহীদ, ও পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি মো: জুনায়েতুজ্জামান জেনন। এছাড়া বাকী দুটি পদে কোন প্রার্থী পাওয়া যায়নি।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, উৎসব মুখর পরিবেশে, শান্তিপুর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *