অন্যান্য

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফন সম্পন্নের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার জানাযায় সময়মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না যাওয়ায় ক্ষুব্ধ লোকজন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করেছেন।

২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (৭৮) কবরস্থানে গিয়ে মুক্তিযোদ্ধা ও জনতার তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ নিয়ে মুক্তিযোদ্ধাসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নিজ বাড়ি মহিষবের গ্রামে মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনওকে বিষয়টি জানানো হয়। পরে নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় দাফনের সময় নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার রাতে আবারও ইউএনও সাহেবের সাথে কথা হয় সকাল ১০টায় তিনি উপস্থিত থাকবেন। সে অনুযায়ী আমরা অপেক্ষা করতে থাকি ও বারবার ফোন দিতে থাকি কিন্তু ইউএনও ফোন রিসিফ করেননি। সকাল ৯টার দিকে পুলিশের টিম এসে পৌঁছে। কিন্তু ইউএনও আর আসেন না।

আমরা প্রায় আধঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেও উপজেলা প্রশাসনের যখন কেউ আসেননি, তখন আমরা স্থানীয় মুরব্বিদের পরামর্শে দাফন করে ফেলি। লাশ দাফনের পর ইউএনও এসে পৌঁছান। তখন স্বাভাবিকভাবে মানুষ একটু ক্ষুব্ধ হয়। তাৎক্ষণিক তোপের মুখে পড়েন ইউএনও।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে আরও জানান, এর আগেও নারায়নডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ আরও দুইজন মুক্তিযোদ্ধাদের জানাযায়ও সময়মতো যেতে পারেননি ইউএনও সাহেব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আমি বেশ কিছুদিন যাবত শারীরিকভাবে কিছুটা অসুস্থ । গতকাল শ্যামগন্জ লাশ চুরির ঘটনায় সারাদিন ব্যস্ত ছিলাম, শুক্রবার সকালে ঘুম থেকে উটতে একটু দেরী হয়েছে। তাছাড়া গাড়ীটাও নষ্ট ছিল। এর পরও এসি-ল্যান্ড এর গাড়ী নিয়ে গিয়েছি। তাই একটু দেরি হয়েছে। আমি সময়মতো পৌঁছতে না পারায় বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছি। আশা করি বিষয়টি আপনারা বুঝবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *