অন্যান্যঅর্থনীতিজাতীয়

প্রশাসনের অশোভন আচরণ বন্ধ করে অবাধ ট্রেড ইউনিয়ন করার দাবিতে ময়মনসিংহ জেলা মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত

মটরসাইকেল মেকানিক ওয়ার্কসপের নিরাপত্তা, কাজের নিশ্চয়তা ও মেকানিকদের সকল প্রকার হয়রানি বন্ধ করাসহ গার্মেন্টসসহ সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, বন্ধ কারখানা চালু ও রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিকদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধসহ শ্রমিক ও শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের অশোভন আচরণ বন্ধ করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার করার দাবিতে ময়মনসিংহ জেলা মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন, রেজি নং ঢাকা ৫১১৬ এর উদ্যোগে ২৩ জানুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ময়মনসিংহ জেলা মটর সাইকেল মেকানিক্স ইউনিয়নের ময়মনসিংহ জেলা মটর সাইকেল মেকানিক্স ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান টমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর ময়মনসিংহ জেলার সভাপতি মাহতাব হোসেন আরজু,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার দপ্তর সম্পাদক বাবলী আকন্দ, ময়মনসিংহ জেলা মটর সাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সহ সভাপতি আব্দুল শহীদ,সদস্য মো: বাবলু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের শ্রমে ও ঘামে এদেশের অর্থনৈতিক চাকা সচল রাখলেও উল্টো শ্রমিকদের উপর চলে নিপীড়ন ও নির্যাতন। শ্রমিকরা তাদের অধিকার আদায়ে রাস্তায় নামলে প্রশাসনসহ মালিকপক্ষ নানাভাবে শ্রমিকদের হয়রানি করে। অথচ গালভরা বুলি নিয়ে সেই মালিকপক্ষ ও আমলারা জনবান্ধব শ্রমিকবান্ধব বলে নিজেদের প্রচার করে। ময়মনসিংহে গত ২১ জানুয়ারি এডাম স্টাইল নামে কারখানার নারী শ্রমিকেরা ৩ মাসের বেতন বকেয়ার জন্য বার বার প্রশাসনের আশ্বাসে ব্যর্থ হয়ে জেলা প্রশাসকের কাছে যায়। অথচ সামাজিক মাধ্যমে ভাইরালহওয়া ভিডিও এর মাধ্যমে ডিসির অসদাচরণ প্রকাশিত হয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে শ্রমিক ও শ্রমিকনেতাদের উপর ডিসির এহেন আচরণ অশোভন। বক্তারা এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যে সকল কারখানায় বেতন বকেয়া পাওনাদি আছে সেসব পরিশোধ করার ব্যবস্থা গ্রহণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি