প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা দলের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
শহর প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পরিবার ময়মনসিংহ সদর এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা দলের খেলা ও পুরস্কার বিতরণ ১৯ ডিসেম্বর বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সভাপতিত্বে জিলা স্কুল ছাত্রাবাস মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বালক এবং বালিকা দল অংশগ্রহণ করে। বালক দলের খেলায় জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় ।
বালিকা দলের খেলায় শষ্যমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল, মহজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী সাহা ।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ সদর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা – কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।