জাতীয়

ফুলবাড়ীয়ায় ইজতেমা বন্ধ চেয়ে লিখিত আবেদন

আলএমরান: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের সদস্য না হয়েও অবৈধভাবে সংগঠনের নাম ব্যবহার করে ইজতেমা আহ্বান করার অভিযোগের ঘটনায় আহলে হাদিস সমর্থকদের ক্ষোভ এবং দাঙ্গা হাঙ্গামা রোধ সহ শান্তি রক্ষায় ভূয়া সদস্যদের তথাকথিত ইজতেমা বন্ধ করে শৃংখলা ফিরাতে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামানের কাছে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের পক্ষে আন্ধারিয়া পাড়া এলাকাবাসী এবং একদল তাবলীগ কর্মীরা লিখিত আবেদন প্রদান করেন। আবেদনকারীরা জানান, বর্তমানে যারা ইজতেমার আহ্বান করেছেন তারা অবৈধভাবে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের নাম ও ব্যনার ব্যবহার করছেন। প্রকৃতপক্ষে তারা সংগঠনের কেউ নন। এমতাবস্থায় ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা। তাই পরিস্থিতি মোকাবিলা করতে ও কোন প্রকার সংঘর্ষ যাতে না হয় এজন্য ভূয়া সদস্যদের আহ্বান করা ইজতেমা বন্ধ করার দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

আবেদনকারীরা বলছেন, বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে এবং সে অনুযায়ী সংগঠন পরিচালিত হয়। ইজতেমা আহ্বানকারীরা কেউ গঠনতন্ত্র অনুযায়ী বৈধ সদস্য নয়। সংগঠনের নাম ব্যবহার করে ইজতেমার নামে চাঁদাবাজি করাই তাদের উদ্দেশ্য।