জাতীয়

ফুলবাড়ীয়ায় জোর করে আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও এলাকায় লাঠিয়াল বাহিনী নিয়ে জোর করে এক কৃষকের ৭ একর জমির আধাপাকা আমন ধান কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ধান কাটা বন্ধ করে দেন লাঠিয়াল বাহিনী। পুলিশ সরে গেলে আবারও ধান কাটা শুরু করেন।

এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামে। তারই প্রেক্ষিতে বাদী নূরুল ইসলাম অজ্ঞাতনামাসহ ১৫০ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।

কৃষক নূরুল ইসলাম জানান, কাহালগাঁও মৌজায় এস.এ খতিয়ান- ২৭৫, বি.আর.এস খতিয়ান নং ৬৮১/২৭৪, এস.এ দাগ- ১০৭, ১২০, ১২২, ১২৪ নং দাগে তার নিজস্ব ৭ একর ৯৩ শতাংশ জমিতে আমন ধান রোপণ করেন। আধাপাকা অবস্থায় শনিবার (৭ ডিসেম্বর) সকালে একই এলাকার মৃত সেকান্দর আলীর পুত্র মোরশেদ আলম (৪৫), খোরশেদ আলম (৫০) এবং আমজাদ আলীর পুত্র সোহেল (৩০) এর নেতৃত্বে লাঠিয়াল নিয়ে ধান কাটা শুরু করে।

এ ঘটনা ফুলবাড়ীয়া থানায় অবগত করলে, এস.আই মঞ্জুরুল হক ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রায় অধিকাংশ জমির ধান কেটে নেয় তারা। পরে ধান কাটা নিষেধ করলে মোরেশদ আলমগং স্থান ত্যাগ করেন। পুলিশ সরে গেলে নৈপথ্যে থাকা স্থানীয় হুমায়ুন এর নেতৃত্বে আবারও ধান কাটা শুরু করেন। তবে অভিযুক্ত মোরশেদ আলী এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। থানার এসআই মঞ্জুরুল হক ঘটনাস্থলে গিয়েছেন। আপাতত উভয়পক্ষকে জমিতে যেতে বারণ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।