অন্যান্যজাতীয়সাহিত্য ও দর্শন

বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী’র আয়োজনে বন্যার্তদের সাহায্যের জন্য কনসার্ট

টাঙ্গাইল প্রতিনিধি ঃ সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রান সামগ্রী যোগান দিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী’র আয়োজনে ২৭ আগষ্ট পথ কনসার্ট অনুষ্ঠিত হয়। সবাই মিলিত হয়ে নিজ তাগিদে মানুষের জন্য এক কাতারে গাইলেন সাম্যের গান।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ‘র ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মধুপুর শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হোসেন মোঃ শহিদ ও সাবেক সিনিয়র এ এস পি বিখ্যাত যাদু শিল্পী আহসান হাবিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিল্পীরা দিনব্যাপি বিভিন্ন লোকেশনে গান পরিবেশন করেন। এ সময় তাঁদের কন্ঠে সুরের তালে মানবিকতার আওয়াজ শোনা যায়। গান পরিবেশন করেন পান্না আক্তার, মিতু, মানিক, তিতু,উজ্জ্বল বাউলা ও রঙের বাউল ফেরদৌস।

মিউজিকে মাতিয়ে রাখেন কিবোর্ডে রনি,অক্টোপ্যাডে সিরাজুল ও সুজন বৈরাগী, পার্কেশন মারুফ,বংশীবাদক শাহ্ জামাল,গীটারে এ আর কাঞ্চন।শব্দ যন্ত্রে ছিলেন মিনহাজ সাউন্ড সিস্টেম।

সাউন্ড ইঞ্জিনিয়ার সাদ্দামের কারিশমায় অনুষ্ঠান হয়ে উঠে মনোমুগ্ধকর।পথ কনসার্ট পরিচালনা করেন বিটিভি ও বেতারের তালিকাভুক্ত সংগীতশিল্পী ও বাউলিয়ানা শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক- রুহুল আমীন খোকন।