বানভাসিদের হিতসাধন – জাহিদ হাসান সাগর
বানভাসিদের হিতসাধন
জাহিদ হাসান সাগর
দেশের আজ ক্রান্তিলগ্নে
বানভাসিদের পাশে,
দাঁড়াও সবাই আপন মনে
স্বজনের বেশে।
এমন হবে কে জানিতো
বন্যায় যাবে ভেসে,
উপচে পরা হিড়িক পড়বে
আশ্রয় কেন্দ্রে এসে।
এমন যদি হতো আমার
কি করিতাম আমি?
চাল ডাল সব পানির নিচে
খাদ্য খুবই দামী।
সেচ্ছাসেবী সমাজকর্মী
সবাই ওদের পাশে,
কেমনে আমি আছি এমন
ঘরের কোণে বসে।
আমার ভাই আমার স্বজন
আজ পানিতে ভাসে,
তাদের বিপদ আমার বিপদ
থাকবো তাদের পাশে।
আজ না হয় একটু কম খরচ
করবো পরিবারে,
আমার একটু সাহায্য যদি
বানভাসিদের হাসি ফুটাতে পারে।