বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের বিশৃঙ্খলা প্রতিহত এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাকৃবি ছাত্রদলের আহবান
বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের বিশৃঙ্খলা প্রতিহত এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের বাকৃবি শাখার
নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা এ আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতৃবৃন্দের অনন্য সাধারণ নেতৃত্বে দেশের আপামর জনসাধারণ বিগত ৫ আগস্ট গণঅভ্যূত্থানের মাধ্যমে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশের নবজাগরণের সৃষ্টি করেছে এবং দেশের স্বাধীনতাকে নতুন করে স্বাধীন করেছে। কোমলমতি শিক্ষার্থীদের অকল্পনীয়, অভাবনীয়, অভূতপূর্ব নেতৃত্বে হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের দিনের সূর্য অস্তমিত হয়ে নতুন স্বাধীনতার সূর্য উদীত হওয়ার পূর্বেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করছে। বিভিন্ন সময় দিনের আলোতে-রাতের আধারে লুটপাট করে দেশব্যাপী একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে-যা এখনও চলমান রয়েছে।
দেশব্যাপী এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারীদের একটি অংশ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট করে বিশ্ববিদ্যালয় ও রাস্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ হতে দৃঢ়ভাবে বলতে চাই আমাদেরে প্রাণের বিদ্যাপিঠে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত এসব ভাংচুর ও লুটপাটের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কোন সদস্য এতে সম্পৃক্ত নয়। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এসব ঘটনার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ভাংচুর ও লুটপাটের সাথে যুক্ত দুষ্কিৃতিকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি এবং একইসাথে এসব দুষ্কিৃতিকারীদেরকে চিহ্নিত করতে ও ধরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিকট বিনীত আহবান জানাচ্ছি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমান ইতোমধ্যে এসকল হামলা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বিএনপি ও বিএনপি’র সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন। তৎপরিপ্রেক্ষিতে গতকাল ০৭ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান মহোদয়ের সাথে দেখা করে এসব ভাংচুর ও লুটপাটের বিষয়ে অবগত করে তীব্র ক্ষোভ এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবী জানিয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ হতে বলা হয়, মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতৃবৃন্দের আহবানে সাড়া দিয়ে তাদের নেতৃত্বে দেশের আপামর জনসাধারণ একটি ঐতিহাসিক গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের পতন ঘটিয়েছে। যে আশা ও স্বপ্ন নিয়ে বৈষম্য বিরোধী কোমলমতি শিক্ষার্থী ও গণতন্ত্রকামী জনতা গণঅভ্যূত্থান ঘটিয়েছে দুষ্কৃতিকারীদের এমন দুর্বৃত্তপনা শান্তিকামী শিক্ষার্থী ও ফ্যাসিবাদ বিরোধী গণমানুষের স্বপ্ন বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করবে। দৃর্বৃত্তদের এমন জনশৃঙ্খলা বিরোধী এবং বিশ্ববিদ্যালয় ও রাস্ট্রীয় সম্পদ বিনষ্টকারী কর্মকান্ড নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে নস্বাত করে দিতে পারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশৃঙ্খলা মুক্ত থাকবে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করে।