অর্থনীতিজাতীয়

ভবিষ্যতে মানুষকে কষ্ট ও দুর্ভোগ থেকে বাঁচাতে ব্যবস্থা নিবো- সচিব নাজমুল আহসান

শেরপুর জেলা প্রতিনিধি :পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ নাজমুল আহসান বলেছেন, আমরা এখানে এসেছি মূলত পানি উন্নয়ন বোর্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ গুলো দেখার জন্য। ভবিষ্যতে কি করা যায়, সে জন্য এখানে স্থানীয়দের মতামত শুনলাম, টেকনিশিয়ান ও কর্মকর্তাদের মতামত নিয়ে কি করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ভবিষ্যতে যেন মানুষ কষ্ট ও দুর্ভোগ থেকে লাগব পেতে পারে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিবো। ১৯ অক্টোবর সকালে শেরপুরের ক্ষতিগ্রস্ত মহারশি, ভোগাই, চেল্লাখালি ও সোমেশ্বরী নদীর বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী উপজেলার কৃষি অফিসার হুমায়ুন দিলদারসহ আরো অনেকে।

উল্লেখ্য সম্প্রতি শেরপুর জেলার ভয়াবহ বন্যায় জেলার চারটি পাহাড়ি নদী মহারশি, ভোগাই, চেল্লাখালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বন্যার জন্য এসব নদীর দূর্বল বাধকেই দায়ী করে আসছেন স্থানীয়রা। তাই ক্ষতিগ্রস্ত বাঁধ দেখার জন্য একদিনের সফরে এসেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ নাজমুল আহসান।