মদনে কৃষক হত্যার ঘটনায় মামলা
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে জুয়েল মিয়া (৩৫) নামের এক কৃষক হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই জুবায়ের মিয়া (৪০) বাদী হয়ে শনিবার দুপুরে মদন থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামের নজরুল ইসলামের বাড়িতে ঝুমুর গানের আসর জমে। গানের আসরে চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের চন্দনের ছেলে মাহফুজের সাথে একই গ্রামের নূরুল হকের ছেলে সাব্বিরের বাকবিতন্ডা হয়। পরদিন সকালে মাহফুজ নিজ বাড়ির সামনে সাব্বির কে পেয়ে মারধর করে। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমাণ্য লোকজন কাইটাইল বাজারে সালিশি বৈঠকে বসেন। এ সময় দু-পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়। ওই দিন বিকেলে সুলতু মিয়ার ছেলে আহত জুয়েল মিয়া মারা যান। এ ঘটনায় শনিবার থানায় হত্যা মামলা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, ‘দু-পক্ষের সংঘর্ষে জুয়েল নামের একজন ব্যাক্তি মারা যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’