জাতীয়

ময়মনসিংহে ইজিবাইক চালক হত্যায় জড়িত ০২ জন গ্রেফতার

শহর প্রতিনিধি:ময়মনসিংহে অটোরিকশা চালক মোঃ আকাশ মিয়া (২৩) হত্যার ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর খিলগাঁও গার্লস স্কুলের পিছনের বস্তি থেকে রবিন মিয়া (১৯) গ্রেফতার করে এবং তারই দেয়া তথ্যে খিলগাঁও এলাকার আরেকটি বস্তি থেকে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে আকাশ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত মো: মিলন (২০)-কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, নিহত আকাশ এবং মিলন, রবিন একই এলাকায় বসবাস করে। এরমধ্যে আসামি মিলন ঢাকায় পোশাক শিল্পের শ্রমিক এবং আসামি রবিন চালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করে। ফেইসবুকে একটি মেয়ের সাথে পরিচয়ের সূত্র ধরে নিহত আকাশ ও আসামি মিলনের দ্বন্দ্ব শুরু হয়।

প্রায় দুই মাস আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঐ বিরোধের জেরেই আসামি মিলন ও রবিন ঢাকা থেকে আকাশকে হত্যা ও তার অটো ছিনতাইয়ের পরিকল্পনা করে বাড়িতে আসে।