অন্যান্যজাতীয়

ময়মনসিংহে এক নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন ক্রিকেটার রাজা

শহর প্রতিনিধি:ময়মনসিংহে নগরীর কালিবাড়ীর বাসিন্দা মোসলিমা আক্তার, পারিবারিকভাবে অস্বচ্ছলতা থাকার কারণে অভাব অনটনের মধ্য দিয়ে চলে তার সংসার, নিম্ন আয় করেন তার স্বামী। যা দিয়ে চালানো সম্ভব হয় না সংসার। এতে করে খুব কষ্টে দিন কাটাতে হয় তাদের।

২৩ মার্চ (রবিবার) সকালে উদীয়মান ক্রিকেটার এহেমার হোসেন রাজার সহযোগিতায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান একটি সেলাই মেশিন তার হাতে তুলে দেন। তাতে করে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হলো।

সেলাই মেশিন হাতে পেয়ে মোসলিম আক্তার বলেন, আমার অভাব অনটনের সংসার খুব কষ্ট করে দিন কাটাতে হয়। রাজা ভাই আমাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাতে আমি খুব খুশি। আমি মোটামুটি সেলাই কাজ জানি মেশিন না থাকার কারণে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না। আমি এখন ঘরে বসে ইনকাম করে একটু ভালোভাবে চলতে পারবো।
ওসি সহ রাজা ধন্যবাদ ও দেন তিনি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, রাজার এমন কাজ এটি একটি মানবিক কাজ। সবাই তা করতে পারে না আমি তার এমন কার্যক্রমে খুবই খুশি,এমন কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।

রাজা বলেন, আমি সব সময় আমার জায়গা থেকে অসহায় অসচ্ছল মানুষদের পাশে থাকার চেষ্টা করি। আমি দীর্ঘদিন যাবত তাদের সাথে আছি থাকবো। আমি সব সময় আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব এতিম বাচ্চা মাদ্রাসার শিক্ষার্থী ও বিপদগ্রস্ত মানুষ এবং অসহায় ফ্যামিলির জন্য চেষ্টা করি।