ময়মনসিংহে থার্টিফাস্ট নাইটে আতশবাজি, পটকাবাজি ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা
শহর প্রতিনিধি ঃ আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার রাতে থার্টিফাস্ট (ইংরেজি বর্ষবরণ) উদযাপনে ৩১ ডিসেম্বরের সন্ধ্যা ৬ টা হতে ১ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ হতে। আদেশ অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গত ২২ ডিসেম্বর, ২৩ ইং তারিখে ০৫.৪৫.৬১০০. ০১০.১৬. ০৪৩.১৭.৮৭২ নং স্মারকে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তা প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহ জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে আমি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ এ জেলায় আগামী ৩১/১২/২০২৩ খ্রি: সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হতে ০১/০১/২০২৪ খ্রি: রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণালাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করছি। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Very interesting details you have observed, regards for posting.Blog monetyze
Occasionally the condition may be confined to one lobe 225, 226 priligy generico