জাতীয়

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারক থেকে সাবধান থাকতে এসপির আহবান

পুলিশ কনস্টেবল নিয়োগে দালাল ও প্রতারক থেকে সাবধান থাকতে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,ময়মনসিংহ জেলায় আগামী ১ নভেম্বর,২০২৪ তারিখ হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ১ থেকে ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অর্থাৎ Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। শারীরিকভাবে যোগ্য প্রার্থীগণ আগামী ২২ নভেম্বর, ২০২৪ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তাই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার প্রতারক,দালাল কিংবা তাদের কোনো এজেন্ট কর্তৃক কোনো প্রকার আর্থিক লেনদেন বা মিথ্যা প্রতিশ্রুতি হতে সাবধান থাকার জন্য এতদ্বারা সর্ব-সাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

টিআরসি নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন রেজিষ্ট্রেশন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি ব্যাতীত অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা মিথ্যা প্রতিশ্রুতির সাথে বাংলাদেশ পুলিশের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। সুতরাং, এ ধরনের কোনো প্রতারণামূলক ব্যক্তি বা চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ জ্ঞাপন করা যাচ্ছে। পাশাপাশি এই নিয়োগের যে কোনো পর্যায়ে এ ধরনের আর্থিক লেনদেন, প্রলোভন কিংবা মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে তথ্য পাওয়ামাত্রই ততক্ষণাৎ নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা সরাসরি জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বার ০১৩২০-১০৪০৯৮-এ অবহিত করার জন্য সর্ব-সাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সৎ, সাহসী ও উপযুক্ত প্রার্থীকে টিআরসি পদে নিয়োগ প্রদানের স্বার্থে ‘সেবার ব্রতে চাকরি-শীর্ষক এই নিয়োগ প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও সার্থক করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা যাচ্ছে। উল্লেখ্য যে, শারীরিক যোগ্যতা যাচাই চলাকালীন অর্থাৎ ১ থেকে ৩ নভেম্বর পুলিশ লাইন্সের অভ্যন্তরে কোনো ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। প্রার্থীদেরকে কেবলমাত্র প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্যে উপযোগী পোষাক পরিধান করে পুলিশ লাইন্সের অভ্যন্তরে প্রবেশ করার জন্যে অনুরোধ করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার।