জাতীয়

ময়মনসিংহে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

শহর প্রতিনিধি ঃ ময়মনসিংহে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল আহসান এমরুল এর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শিক্ষক সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ওসমান গনি’র সভাপতিত্বে শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ শাহ্জাহান মাদানী বলেন, মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ) সাথে উত্তরা শাখায় আমি সাথে ছিলাম। কি ধরনের ব্যক্তিত্ব, কি ধরনের নমনীয়তা মানুষের হতে পারে তা আমি খুব কাছ থেকে দেখেছি। কৌশলে এই কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। যার ফলে ফ্যাসিস্ট সরকারের উপর ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহর গজব পতিত হয়েছে। 

তিনি আরও বলেন,বিগত সময়ে শিক্ষক পরিষদের কাজ পরিচালনা করতে অনেক সমস্যা হয়েছে। পাঁচ ছয়টি জেলা ঘুরেও প্রতিষ্ঠান প্রধানদের একসাথে করতে পারিনি। গুম খুনের ভয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হতেন না। এমনকি আমরা জুম মিটিং করেও অনেককে পাইনি। আজকে সুন্দর পরিবেশ তৈরি হওয়ার দরুন আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুল্লিাহ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাওলানা মুফতী আবু ইউসুফ খান, ময়মনসিংহ মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল আহসান এমরুল, আসাদুজ্জামন সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজ আলম মাসুম, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাওলানা সাইফুল ইসলাম রফিক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগর সভাপতি অধ্যাপক ড. আবু জাফর মোঃ মোসলেহ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আল হেলাল তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ময়মনসিংহ জেলা সভাপতি উপাধক্ষ্য মাওলানা বদরুল আলম, ময়মনসিংহ সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ শফিকুল আলম।