ময়মনসিংহে বৃদ্ধার লাশ উদ্ধার
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় হাত পা বাধা অবস্থায় আবেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। তারাকান্দা উপজেলার ধলা বিল সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ সোমবার তার লাশ উদ্ধার করেন। তিনি উপজেলার পাগুলী গ্রামের মৃত আবল হোসেনের পুত্র। বাড়ি থেকে নিখোঁজের পর লোকজন পুকুরের পানিতে হাত পা বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ বিষয়ে নিহত আবেদ আলীর স্ত্রী ছবুরেন্নেছা (৫৮) জানান,রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মসজিদের ওয়াজ মাহফিল শুনার কথা বলে বাড়ি থেকে বের হন আবেদ আলী।রাতে তিনি আর বাড়ি ফিরে না আসায় স্বামীকে খুঁজাখুঁজি শুরু করেন তিনি। সকালে তারা শুনতে পান ধলাই বিলে একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে তিনি দেখতে পান লাশটি তার স্বামীর।
তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, আগের দিন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।