জাতীয়

ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত

স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার মহাসপ্তমী উপলক্ষে ১০ অক্টোবর সকালে মন্ডপে মন্ডপে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা স্থাপন, কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজার মধ্যদিয়ে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাক-ঢোল, কাঁশর-ঘন্টা আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে ময়মনসিংহ নগরীর প্রতিটি পুজা মন্ডপ। দেবী দূর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকে পূঁজারী ও ভক্তগণ।

আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নজরে উৎসবমুখরভাবে চলছে দুর্গাপুজা। রয়েছে সেনাবাহিনী,র‌্যাব,পুলিশ,আনসারসহ স্বেচ্ছাসেবকবৃন্দ। সিসিক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে নগরীর মন্ডপসহ আশেপাশের এলাকাগুলোতে।

ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ি,ছোটবাজার,কালিবাড়ী,আমপট্টি,র‌্যালীমোড়সহ অন্যান্য মন্ডপগুলোতে ভক্তদের পদচারণায় মুখর। দেবী দূর্গা মর্তলোকের সকল হানাহানি দুর করে সর্বত্র সুখ শান্তি বিরাজ করবে এই কামনা ভক্তদের। এবার ময়মনসিংহ জেলায় ৬৯৩টি পুজামন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।