জাতীয়

ময়মনসিংহে শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স

স্টাফ রিপোর্টার : স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সম্প্রতি লীড ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহে বিভিন্ন তফসিল ব্যাংকের আয়োজনে “স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক মোঃ মাহবুবউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ এনামুল করিম খান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। এসময় বক্তারা বলেন, দেশের বড় একটি অংশ শিক্ষার্থী সুতরাং তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশের আর্থিক অগ্রগতি বাড়বে এবং দেশের উন্নয়ন হবে।পাশাপাশি শিক্ষার্থীরা সঞ্চয়ী মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে কীভাবে ব্যাংকে সঞ্চয় করতে পারবে সে বিষয়ে আলোকপাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক পিএসসি এর উপ-মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর ইউনিট প্রধান মোহাম্মদ আমজাদ হোসেন ফকির,মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ভাইস চেয়ারম্যান ও শাখা প্রধান মোঃ আবুল কাসেম খন্দকার, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর শাখা প্রধান সঞ্জয় দেবনাথসহ অন্যান্যা ব্যাংকের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিজয়ী শিক্ষার্থীদেরকে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীকে দশ হাজার দ্বিতীয় স্থান অর্জনকারীকে আট ও সর্বশেষ তৃতীয় স্থান অর্জনকারীকে ছয় হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।